সফল ব্যক্তিদের গল্প নিয়ে জাহাঙ্গীরনগরে সেমিনার


প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

আপনি কী আপনার ক্যরিয়ার নিয়ে চিন্তিত? নিজের ভেতরে সত্তাকে প্রশ্ন করলে এখন শুনতে পান না সে কি করতে চায়, কি হবার জন্য তার প্রাণের আকুতি, কীভাবে সঠিক পথে এগোবেন সেটা বুঝতে পারছেন না? সিজিপিএ নিয়ে টেনশনে আছেন অথবা সব ঠিক থাকা সত্বেও মনের মাঝে প্রবল বিশ্বাসটা নিয়ে এগুতে পারছেন না!

তাহলে আপনার জন্যই এই সেমিনার। দেশের স্বনামধন্য এমন কিছু ব্যক্তি যারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত জীবনে সফল, তারা আসছেন আপনাদের সাথে তাদের ঘটনাবহুল জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে এবং কীভাবে ক্যারিয়ারে সফল হওয়া যায় সেই গল্প শোনাতে।

এ লক্ষ্যে রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে “Path To Success In Yoyr Career”  শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন জাভেদ পারভেজ, ভাইস প্রেসিডেন্ট-ইন্টিগ্রেটেড প্লানিং , রবি আজিয়াটা লিমিটেড ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রিমস ফর টুমরো; ঝংকার মাহাবুব, সিনিয়র ওয়েব ডেভলপার, দ্যা নেইলসন কোম্পানি, নিউইয়র্ক, ইউএসএ; জাবেদ সুলতান পিয়াস, সহকারী ব্রান্ড ম্যানেজার, প্রথম আলো ও কমিউনিটি ম্যানেজার, গুগল ডেভলপারস গ্রুপ বাংলা;  নুরুন্নবী চৌধুরী হাছিব, প্রশাসক, বাংলা উইকিপিডিয়া ও সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

সেমিনারটি রোববার দুপুর ২ টায় জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এটি সবার জন্য উন্মুক্ত।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।