মেয়াদ বাড়লো নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কার্যক্রমের


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত জাতীয় ও স্থানীয় শতাধিক পর্যবেক্ষক সংস্থা আরো একবছর নির্বাচন পর্যবেক্ষণের ক্ষমতা পেল। এইসব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে নিবন্ধন নেয়ার নিয়ম থাকলেও তা হয়নি। বরং আবেদন আহ্বান না করে নিবন্ধিত সংস্থাগুলোর মেয়াদ এক বছর বাড়ালো কমিশন।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান শনিবার জানান, সম্প্রতি নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর ৫ বছর মেয়াদ শেষ হয়েছে। এখন ইউপি ভোট শুরু হচ্ছে। এরই মধ্যে কয়েকটি সংস্থা পর্যবেক্ষক নিয়োগের তালিকাও দিয়েছে। তাদের সুবিধা বিবেচনা করে সব নিবন্ধিত সংস্থারই মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম প্রথম নবম সংসদ নির্বাচনের আগে চালু হয়। তখন নিবন্ধনের মেয়াদ এক বছর রেখে ২০০৮ সালে ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি।

পরবর্তীতে নিবন্ধনের মেয়াদ ৫ বছর করে বিভিন্ন সংশোধনী এনে পর্যবেক্ষক নীতিমালা করা হয়। নতুন এ নিয়মে ২০১০ সালে শতাধিক সংস্থার নিবন্ধন দেওয়া হয়।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।