উখিয়ায় বিএনপির সভাপতি সরওয়ার, সম্পাদক সুলতান
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সি. সহ-সভাপতি সিরাজুল হক বিএ, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, উপজেলা বিএনপির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যন নুরুল আমিন চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির দফতর সম্পাদক আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা যুবদল সভাপতি ও বিএনপি নেতা হামিদ হোসেন সাগর, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিক, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফয়সাল সিকদার টিটু।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক তহিদুল আলম তহিদের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অর্থ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এসএম শাহ আলম, জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, বিএনপি নেতা সাইফুল সিকদার, বাদশা মিয়া চৌধুরী, সাবের কন্ট্রাক্টর, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, উপজেলা শ্রমিক দল নেতা শফি সওদাগর, সাবেক ছাত্রদল নেতা কফিল উদ্দিন আনু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের দিন শেষ, আগামীতে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। বিগত ৭ বছরে উখিয়ার ১৫ হাজার বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতে এ হিসাব কড়াই গণ্ডায় নেয়া হবে। এজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
দীর্ঘ ৭ বছর পর উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন পুরুষের পাশাপাশি নারী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস