নেপালে বিমানের জরুরি অবতরণ
নেপালে ৯ আরোহী নিয়ে একটি ছোট বিমান কাঠমান্ডু বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার এভারেস্টের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লুকলার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল ১৯ সিটের বিমানটি।
উড্ডয়নের মাত্র তিন থেকে চার মিনিট পর একটি পাখি বিমানটির ডান পাশের পাখায় আঘাত হানে। পরে বিমানটি জরুরি অবতরণ করা হয়। কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা রঞ্জন ভাট্টারায় এ তথ্য জানিয়েছেন।
তবে বিমানটির আরোহীদের কোনো ক্ষতি হয়নি। মাত্র এক সপ্তাহ আগেই দেশটিতে আরো দু’টি বিমান বিধ্বস্ত হয়েছিল। গত বুধবার ২৩ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। এর মাত্র দু’দিন পরেই আরো একটি বিমান দুর্ঘটনায় দুই পাইলটের প্রাণহানি ঘটে।
এর আগে ২০১২ সালে দেশটিতে পাখির আঘাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। সূত্র : এনডিটিভি।
টিটিএন/এসআইএস/এমএস