টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পাকিস্তানের অবনতি


প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৩ মার্চ ২০১৬

এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের ফলাফল খুব দ্রুতই পেলো পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে আফ্রিদির দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছের হারের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পায় পাকিস্তান।

কিন্তু বাংলাদেশের কাছে তৃতীয় ম্যাচে শোচনীয় হারের পর দুই ধাপ পিছিয়ে ৮ এ অবস্থান করছে। তবে বাংলাদেশের র‌্যাংকিং ঠিক আগের অবস্থান (১০) এ থাকলেও খুব দ্রুতই যে উন্নতি হবে তা টাইগারদের পারফরম্যান্সই বুঝিয়ে দিচ্ছে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৬ নম্বর পজিশন নিয়ে এশিয়া কাপ খেলতে ঢাকা আসে পাকিস্তান। প্রথম ম্যাচেই তারা ভারতের কাছে বিধ্বস্ত হয়। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় ২৩ রানে। যে কারণে র‌্যাংকিংয়ে পিছিয়েছে তারা।

আইসিসি র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে ভারতই রয়েছে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান। নিউজিল্যান্ড চতুর্থ, ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে। শ্রীলংকা বাংলাদেশের কাছে হারলেও তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে এবং ৭ম স্থানটি অস্ট্রেলিয়ার জন্য। অষ্টম স্থানে পাকিস্তান, নবম স্থানে আফগানিস্তান এবং দশম স্থানে বাংলাদেশ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।