এশিয়া কাপে ব্যর্থতা : পাক প্রধানমন্ত্রীকে দায়ী করছে ইমরান


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৩ মার্চ ২০১৬

এশিয়া কাপে ভারতের পর বাংলাদেশের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর দলের এমন ব্যর্থতার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রীর খারাপ নীতিকেই দায়ী করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আমিরাতের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয় শহিদ আফ্রিদির দল। আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ফাইনালে যাওয়ার পথ আটকে যাবে পাকিস্তানের। আর টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না পাকিস্তানের। তবে ঐ ম্যাচে টাইগারদের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয় পাকিস্তান।

এ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান বলেন, এশিয়া কাপে পাকিস্তানের পারফর্মেন্সে চূড়ান্ত হতাশ সমর্থকরা। আমাদের জাতি ক্রিকেটে তাদের প্রতিভা হারিয়ে ফেলছে. আমরা আমাদের মেধা ফিরে পাব যদি পিসিবি চেয়ারম্যান তার মেধা দাঁরা নির্বাচিত হন।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন,  এই প্রধানমন্ত্রী থাকাকালীন মেধার উপর পিসিবি প্রধান নির্বাচন করা অসম্ভব। কারণ এই সরকার সবকিছু করছে নেতৃত্ব টিকিয়ে রাখতে।

এদিকে এশিয়া কাপে ব্যর্থতার জন্য সমর্থকরা ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের বিরুদ্ধে স্লোগান দেন। বেশ কয়েকজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ারও দাবি জানান তারা। পাকিস্তানের কোথাও কোথাও রাগে-ক্ষোভে টেলিভিশন সেট ভেঙে ফেলার খবর পাওয়া গেছে। পাঞ্জাবের কোথাও কোথাও অধিনায়ক আফ্রিদিসহ কয়েকজন ক্রিকেটারের কুশপুত্তুলও দাহ করা হয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।