দেশে লিফোনের যাত্রা শুরু


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৩ মার্চ ২০১৬

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান লিফোন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আইসিটি ফেয়ারে ড্যাফোডিলের প্যাভিলিয়নে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।

এ ব্যাপারে ড্যাফোডিল গ্রুপের রফিকুল ইসলাম রুবেল বলেন, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লিফোন বাংলাদেশে থ্রিজির দামে ফোরজি হ্যাডসেট দেবে। বর্তমানে আমরা ৬টি স্মার্টফোন এবং ২টি ফিচার ফোন নিয়ে যাত্রা শুরু করেছি।

স্মার্টফোন গ্রাহকদের জন্য বর্তমানে থ্রিজির দামে ফোরজি ব্যবহারের সুযোগ রয়েছে লিফোনটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপ ও লিফোন, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইসিটি ফেয়ারে ড্যাফোডিল গ্রুপের সকল শিক্ষা ও সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা থেকে গ্রাহক ও শিক্ষার্থীরা সকল তথ্য ও সেবা নিতে পারবে।

দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি. আন্তর্জাতিক ব্র্যান্ড লিফোনের এক্সক্লুসিভ পরিবেশক নিযুক্ত হয়েছে।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।