শিশু পেটানোর দায়ে পৌর কাউন্সিলর কারাগারে


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১০ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

এতিম শিশুকে পেটানোর অভিযোগে জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক জামাল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।  

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, জামালপুর সরকারি শিশু পরিবারের (এতিমখানা) অষ্টম শ্রেণির ছাত্র রকিবুল হাসান শ্রাবণের সঙ্গে বুধবার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা চলাকালে কাউন্সিলর জামাল পাশার ভাতিজা শাহীনের তর্ক বিতর্ক হয়। পরে সন্ধ্যায় এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর জামাল পাশা শিশু শ্রাবণকে বেদড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত শ্রাবণকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা। এই ঘটনায় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বাদী হয়ে জামালপুর থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জামাল পাশাকে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক জামাল পাশার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শুভ্র মেহেদী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।