২ দিনের সফরে কুমিল্লা যাচ্ছেন আইজিপি


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১২ মার্চ ২০১৬

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম দু’ দিনের সফরে আজ (শনিবার) কুমিল্লা যাচ্ছেন। দুপুর আড়াইটায় তিনি জেলা পুলিশ লাইন্স এ প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং অভিবাদন গ্রহণ করবেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুনাক সভানেত্রী মিসেস শামসুন্নাহার রহমান। রাতে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও পরদিন রোববার সকাল পৌনে ১১ টায় একই স্থানে জেলা কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইজিপি একেএম শহীদুল হক। বিশেষ অতিথি থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম। এসব তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠান দু’টির সভাপতি ও কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।