নওগাঁয় পুলিশ-স্কুলছাত্র সংঘর্ষ


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১২ মার্চ ২০১৬

নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বাধীন নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চকমৈরাম মডেল হাইস্কুলের পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সাধীন উপজেলার ফার্সিপাড়া গ্রামের টুকু রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলের পাশে প্রধান সড়কে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন মারা যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে দুইটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শিশুটির মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ফায়ার সাভির্সের একটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আব্বাস আলী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।