বিশ্বকাপে দু’হাতেই ব্যাট করবেন ম্যাক্সওয়েল!


প্রকাশিত: ০৭:১৬ এএম, ১২ মার্চ ২০১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিয়েছে স্মিথ- ওয়ার্নাররা। ঐ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলে সিরিজ জয়ে রেখেন গুরুত্বপূর্ণ অবদান। এবার তার লক্ষ্য বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশেষ কী প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল সাংবাদিকদের বলেন, ‘ভাবছি এবার ডান- বাঁ দুহাতেই ব্যাট করব। তাতে আরও অনেক বেশি শট খেলতে পারব।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও একটি কোয়ালিফার দল। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১৮ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।