নাজিরপুরে ছাত্রদল নেতা হত্যায় মামলা
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদল নেতা শামছুল হক হত্যার ঘটনায় অবশেষে শুক্রবার রাতে একটি মামলা হয়েছে। নিহত শামছুল হকের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে নাজিরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সেখমাটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সিকদারকে ১নম্বর আসামিসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে সেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কাইউমুজ্জামানকেও এ হত্যা মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক শামছুল হক ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনকে খাজুরতলা নামক স্থানে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শামছুল হকের মৃত্যূ হয়। নিহত শামছুল হক ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগ্নে। মামার পক্ষে তিনি নির্বাচনী প্রচার করে ওই রাতে বাড়ি ফিরছিলেন।
হাসান মামুন/এফএ/এমএস