বৃষ্টিতে আবারও খেলা বন্ধ


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৩ মার্চ ২০১৬

তামিম তাণ্ডবে ওমানের সামনে ১৮০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশই উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে। ওমান ব্যাট করতে নেমে ৭ ওভারে ৪১ রান করার পরই নামে বৃষ্টি।

প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ওমানের সামনে। নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৫২ রান করতে হবে ওমানকে। ইতিমধ্যে ৭ ওভারে ৪১ রান করে ফেলেছে ওমান। আর ৫৪ বলে ১১১ রান করতে হবে তাদেরকে।

৫৪ বলে ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে আর মাত্র ৮ বলের খেলা হয়েছে। এরপরই নামে বৃষ্টি। আবারও বন্ধ হয়ে গেলো খেলা। তার আগে ওমানের আরও দুটি উইকেটের পতন ঘটেছে এবং তারা ৮.২ ওভারে করতে পেরেছে মাত্র ৪৫ রান।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।