বাংলাদেশিদের তোপের মুখে অশ্বিন


প্রকাশিত: ১১:২৫ এএম, ১৪ মার্চ ২০১৬

একটি টুইট, বাকিটা ইতিহাস। বিশ্বকাপের গ্রুপ পর্বের বাংলাদেশ এবং ওমানের মধ্যকার শেষ ম্যাচ শুরুর আগে এই ম্যাচ নিয়ে টুইট করে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পরেছেন ভারতীয় অফ স্পিনার অশ্বিন। অশ্বিন টুইটে বলেন, ‘বাংলাদেশ এবং ওমানের ম্যাচ দেখার জন্য অপেক্ষা করে আছি। যদি বাংলাদেশ জেতে তাহলে পুরো দেশ খুশি হবে কিন্তু ওমান জিতলে ক্রিকেট বিশ্ব খুশি হবে।’

অশ্বিনের এই টুইটের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের সমর্থকরা অশ্বিনকে টুইটারে দাঁতভাঙ্গা জবাব দিতে থাকেন। অশ্বিন এক বাংলাদেশি সমর্থকের টুইটের রিপ্লাইও দেন। আজাদ নামের ঐ সমর্থক অশ্বিনকে বলেন, ‘আমার মনে হয় তুমি ওমানের জয়ের জন্য প্রার্থনা করছো যাতে বাংলাদেশকে মোকাবেলা করতে না হয়।’

Ashin

আশিক নামের আরেক সমর্থক বলেছেন, ‘তুমি ঠিক অশ্বিন। বাংলাদেশ জিতলে বাংলাদেশিরা খুশি হবে কিন্তু ওমান জিতলে শুধু ভারত খুশি হবে, এটা সবার সামনে বলে দিলেই পারো!’

বাংলাদেশের সাথে ভারতের ম্যাচের সময় পুরো ভারত তথা অশ্বিন যে আলাদা চাপে থাকবে সেটা এখন থেকেও বোঝা যাচ্ছে। পরে তামিমের সেঞ্চুরি দেখার পর অশ্বিন তামিমকে সাধুবাদ জানিয়েও আরেকটি টুইট করেন। কিন্তু তাতে কি আর আগুন নেভে!

আরআর/আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।