আজকের ধাঁধা : ১৬ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘মিউ মিউ ডাকে,
ঐ যে শোনো।
মাঝের বর্ণ বাদ দিয়ে
হিসেব করো।’
২. ‘মুখোমুখি প্রতিবার,
চলে ঠোকাঠুকি।
প্রথমে উঠে পড়ে,
দ্বিতীয় বার যায় চুকি।’
৩. ‘মুখেতে খাবার নিয়ে
জলে ডুবে থাকে
কেহ আহার করতে এলে
তারে ধরে রাখে।’
৪. ‘মুখেতে খেলে চুমু
হাসে খল খল।
ভেতরে তার পানি
করে ছল ছল।’
উত্তর :
১. বিড়াল
২. দাঁত
৩. বড়শি
৪. হুঁকা
এসইউ/পিআর