সোনারগাঁয়ে ৮ টন জাটকা জব্দ : বাজারে বিক্রির অভিযোগ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি ট্রাক থেকে ৮ টন জাটকা ইলিশ ও সামদ্রিক মাছ জব্দ করেছে হাইওয়ে পুলিশ।  এ সময় ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন, ট্রাকচালক রুবেল, সনাতন দাস ও মাছের মালিক আব্দুল বারেক মিয়া।

বুধবার উপজেলার কাঁচপুর এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

এদিকে অভিযোগ উঠেছে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও গরীবদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও তা না করে এসব মাছ স্থানীয় লোকজনের মাধ্যমে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর খাঁন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুই ট্রাকে করে আসা ৮ টন জাটকা ও সামদ্রিক মাছসহ ট্রাক চালক রুবেল, সনাতন দাস ও মাছের মালিক আব্দুল বারেক মিয়াকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। আর জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।

তবে জব্দকৃত জাটকা ও সামদ্রিক মাছ স্থানীয় লোকজন উপজেলা কার্যালয় থেকে লুট করে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করছেন বলে জানা গেছে। এলাকাবাসী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এর জন্য প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন।

সোনারগাঁ উপজেলা সহকারী মৎস কর্মকর্তা আক্কাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, কিছু মাছ মাদরাসায় দেওয়া হয়েছে। মাছের পরিমাণ বেশি থাকার কারণে স্থানীয়রা নিয়ে গেছেন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশার (ভূমি) এসএম জাকারিয়া জাগো নিউজকে জানান, জাটকা মাছ ধরা বে-আইনি। তাছাড়া সামদ্রিক মাছের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৩ জনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৪ এর ৫ ধারায় এ দণ্ড প্রদান করা হয়।

শাহাদাত হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।