লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৭ মার্চ ২০১৬

অধিনায়ক চারলট এডওয়ার্ডসের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। বাংলাদেশকে ১৫৪ রানের বিশাল লক্ষ্য দিয়ে ৩৬ রানে ম্যাচ জিতে নেয় তারা। তবে হারার আগে দারুণ লড়াই করেন জাহানারা। এই হারে কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের পরের রাউন্ডে খেলার আশা। যদিও কাগজে কলমে কিছুটা স্বপ্ন বেঁচে আছে টাইগ্রেসদের।

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তাদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারেই রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে আসেন সানজিদা ইসলাম। প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন মাত্র ৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা।

তবে পঞ্চম উইকেট জুটিতে নিগার সুলতানাকে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান সালমা খাতুন। ৬৪ রানের দারুণ জুটি গড়ে তোলেন এ দুই ব্যাটসম্যান। তবে শেষ রক্ষা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১১৭ রানে থামে জাহানারাদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা। ২৮ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া সালমা খাতুন করেন ৩০ বলে ৩২ রান। ইংল্যান্ডের পক্ষে আন্যা স্রুবসোল ২৭ রানে ২টি উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে নেমে দুই ইংলিশ ওপেনার অধিনায়ক চারলট এডওয়ার্ডস ও টামি বিউমন্ট দারুণ শুরু এনে দেন।

দলীয় ৩৪ রানে বিউমন্টকে (১৮) সরাসরি বোল্ড করে ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা। এরপর সারাহ টেইলরকে নিয়ে দলের হাল ধরেন বিউমন্ট। তবে দলীয় ৭০ রানে টেইলরকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। এর দুই বল পরেই হেথার নাইটকে (১) ফিরিয়ে দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ।

এরপর নাতালি স্কিভারকে নিয়ে দলের হাল ধরেন এডওয়ার্ডস। নাতালির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংলিশ অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ করেন তিনি। ৫১ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন এ ইংলিশ ব্যাটসম্যান। এছাড়া স্কিভার ২২ বলে ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ৩২ রান দিয়ে ৩টি উইকেট পান।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।