শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

বাংলাদেশ নৌ-বাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল (শনিবার) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নগরীর পতেঙ্গাস্থ নেভাল একাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নৌ-বাহিনী।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার সকাল ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী নেভাল একাডেমিতে পৌঁছাবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা স্বাধীনতা ও বানৌজা প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন প্রধানমন্ত্রী।

জীবন মুছা/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।