মাদরাসা ছাত্রী ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৮ মার্চ ২০১৬

নীলফামারীর পল্লীতে মাদরাসা ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি পিকআপ চালক মারুকুল ইসলামকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে নীলফামারীর কিশোরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মারুকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলা রনচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে।

নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন সকালে তার বাসভবনের অফিস কক্ষে সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনাটি আজ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে তা শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির নজরে আসে। শিক্ষা মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী দুইজনে ওই ছাত্রীর খোঁজ খবর নিয়ে এ ঘটনার সকল আইনি সহযোগীতার বিষয়ে নির্দেশ দিয়েছেন।
 
জেলা প্রশাসক আরও বলেন, এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষেও ওই ছাত্রীকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। এদিকে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার জাকির হোসেন খান।

মামলার সুত্র মতে, ওই ছাত্রী কিশোরীগঞ্জ উপজেলার ইউনিয়নের একটি মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী। সে নানা বাড়ি থেকেই লেখাপড়া করতো। ঘটনার দিন ধর্ষণকারীরা তাকে রাস্তা থেকে পিকআপে তুলে নিয়ে গণধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মামলার প্রধান আসামিকে রংপুরের কচুয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত অপর সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।