ইডেনে গাভাস্কার-ইমরানদের সংবর্ধনা


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৯ মার্চ ২০১৬

বিশ্বকাপের দামামা শুরু হতে না হতেই এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বিগ ম্যাচের আগে ভারত এবং পাকিস্তানের ছয় ক্রিকেটারকে সংবর্ধনা দিলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী।

বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ কিছুক্ষণ বিলম্ব হয়। বৃষ্টি থামলে দর্শকভর্তি ইডেন গার্ডেন স্টেডিয়ামের সম্মুখেই মাঠে দাঁড়িয়ে সবাইকে সংবর্ধনা দেন মমতা।

পাকিস্তানের ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম এবং কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে এবং ভারতের শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ এবং সুনীল গাভাস্কারকে সংবর্ধনা দেয়া হয়। সবাই তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় একটি উপভোগ্য ম্যাচের প্রত্যাশা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, কলকাতার মহারাজ নামে পরিচিত সৌরভ গাঙ্গুলিও।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।