ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল
ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৯ এপ্রিল বিকেল ৩টায় ইস্কাটনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় এ প্লাস, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় গ্রেড এ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য পাসপোর্ট আকারের এককপি রঙিন ছবি ও বিস্তারিত তথ্য এবং কৃতি সন্তানের ফলাফল সিটের ফটোকপি ও পাসপোর্ট আকারের এককপি রঙিন ছবিসহ ১৫ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের জন্য [email protected], [email protected] ঠিকানায় ইমেইল যোগে অথবা আব্দুল্লাহ মাহমুদ ফারুক ০১৫৫০১৫১২৭১, ডা. নাজমুল ইসলাম মুন্না ০১৭১১২৬৯১৭০, আতাউর রহমান ০১৯২৪৩১৪২১৯ ও ড. এস এম শামীম আলম ০১৭১৭০৭০৭৩৬ নম্বরে টেলিফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
একে/এবিএস