পাবনায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ১০
পাবনার বেড়া উপজেলার সন্ত্রাস কবলিত দুর্গম ঢালারচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে গহর মন্ডল (৩০) নামে এক গ্রামবাসী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢালারচর ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, নিহত গহর মন্ডল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারীর সমর্থক।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. সিদ্দিকুর রহমান এক গ্রামবাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহত গহের মন্ডল ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কোরবান আলী সরদার গ্রুপ ও দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারী গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা আরো চরম আকার ধারণ করে। দু’গ্রুপের মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এরই জের ধরে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরপুর গ্রামে দু’পক্ষের সমর্থকরা ভোট চাইতে গেলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নাসির উদ্দিন ব্যাপারী গ্রুপের সমর্থক গহর মন্ডল ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ১০ জন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন একজন নিহতের বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে উদ্বেগ আর আত্ঙ্ক।
একে জামান/বিএ