জাগো এফএমে আজ থাকছেন সানোয়ার-ইশতিয়াক


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২০ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ধারাবিবরণী প্রথমবারের মত ভক্তদের কাছে বিরতিহীনভাবে পৌঁছে দিচ্ছে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন জাগো এফএম ৯৪.৪। শুধু বাংলাদেশের খেলাই নয়, পুরো বিশ্বকাপের সকল ম্যাচের ধারাভাষ্য বিরতিহীনভাবে প্রচার করছে জাগো এফএম। রোববার জাগোএফএমের সরাসরি সম্প্রচারে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসাবে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেট তারকা সানোয়ার হোসেন এবং ইশতিয়াক আহেমদ।

আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসাবে থাকছেন সানোয়ার। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে থাকছেন ইশতিয়াক আহেমদ।

এছাড়াও জাগো এফএমে নিয়মিতভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন খ্যাতনামা ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ ও এসএম শাকুর। সুতরাং, বিশ্বকাপের ধারাবিবরণী বিরতিহীনভাবে শুনতে হলে টিউন করুণ জাগো এফএম ৯৪.৪-এ।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।