খাগড়াছড়িতে স্ত্রী ও ছেলেকে গলা টিপে হত্যা
খাগড়াছড়িতে স্ত্রী ও ছেলেকে গলা টিপে হত্যা করেছে স্বামী। বুধবার সকালে জেলার গুইমারা উপজেলার বিলাক এলাকায় এ ঘটনা ঘটে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিজ বাড়ি থেকে মাজেদা বেগম (২০) ও তার ছয় মাসের ছেলে রেদোয়ানের মরদেহ উদ্ধার করা হয়। মাজেদা ওই এলাকার সাবের আলীর(২৪) স্ত্রী। এ ঘটনায় সাবের আলীর বাবা মাহবুবু আলী (৪৬), মা রেনু আরা বেগম ও ছোট ভাই শাহজাহান আলীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরো জানান, সাবের ও মাজেদার মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় সাবের তার স্ত্রী মাজেদা ও ছেলে রেদোয়ানকে গলা টিপে হত্যা করে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারনা ।
মাজেদার বাবা মো. শাহাবুদ্দিন বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করত। গত সপ্তাহেও সে এক লাখ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানাই বলে মেয়েকে গলা টিপে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুইমারা থানায় একটি মামলা হয়েছে ।
জীবন মুছা/এএইচ/এমএস