এশিয়ান গেমস আরচারি

ব্রোঞ্জের লড়াইয়ে শোচনীয় হার রোমান সানাদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৬ অক্টোবর ২০২৩

নারী ও পুরুষ ক্রিকেটের পর আরচারির দলগত ইভেন্টের সেমিফাইনালেও ভারতের সামনে পড়েছিল বাংলাদেশ। ফল ক্রিকেটের মতোই, আরচারিতেও ভারতের কাছে হার।

ক্রিকেটের মেয়েরা পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে। ছেলেদের ব্রোঞ্জের লড়াই বাকি। অনেকের প্রত্যাশা ছিল আরচারির ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হওয়ায় বাংলাদেশ চলতি এশিয়ান গেমস থেকে আরেকটি পদক পেতে যাচ্ছে। কিন্তু রিকার্ভ দলগত ইভেন্ট বাংলাদেশের আরচাররা শোচনীয়ভাবে হেরেছে ইন্দোনেশিয়ার কাছে।

কোয়ার্টার ফাইনালে তীব্র লড়াইয়ের পর থাইল্যান্ডকে শ্যুট অফে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে পদক নিশ্চিতের সুযোগ হারায় রোমান সানারা।

ব্রোঞ্জের লড়াইয়ে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে দেশে হতাশার খবর পাঠিয়েছে আরচারি দল। ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশ উড়ে গেছে ৬-০ সেট পয়েন্টে।

আরচারির মতো হতাশার খবর হকিতেও। স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিরুদ্ধে হেরে অষ্টম হয়ে দেশে ফিরছেন জিমি-রোমান সরকাররা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।