বান্দরবানে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বান্দরবানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আবু হানিফের আদালতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বাদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী জানান, ১/১১ পরবর্তী দিনগুলোতে বিবাদী ডিজিএফআই-এর তথ্য যাছাই না করে বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়।

এতে আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের মানহানি হয়েছে। তাই এতে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এদিকে আইনজীবীরা জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালত এ ব্যাপারে সমন জারি করেছেন। তবে সমনের তারিখ তাৎক্ষণিক ঘোষণা করা হয়নি।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।