কোটালীপাড়ায় আ.লীগের দুই প্রার্থীরই মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৮ মার্চ ২০১৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মুন্সী এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়াকে মনোনয়ন দেয়া হয়েছিল। সে অনুযায়ী দু’জনই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে  মনোনয়নপত্র জমা দেন।

এ নিয়ে দল থেকে দু’জনকে সমঝোতায় আনতে একাধিকবার সভা হয়েছে। জেলা প্রশাসন থেকেও সোমবার গভীর রাত পর্যন্ত সমঝোতার চেষ্টা চলে। কিন্তু কেউই নিজের অবস্থান থেকে সরে না যাওয়ায় অবশেষে কর্তৃপক্ষ দু’প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

মঙ্গলবার সকালে হিরন ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তার অফিসের নোটিশ বোর্ডে বৈধ ও বাতিল হয়ে যাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা টাঙিয়ে দেন।

রিটার্নিং অফিসারের সঙ্গে এ ব্যাপরে কথা হলে তিনি বলেন, দু’টি মনোনয়নপত্রেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর ছিল। সে ক্ষেত্রে মনোনয়নপত্র দু’টি বাতিল করা ছাড়া আমাদের আর কোন পথ ছিল না। তবে তারা ৯ মার্চ পর্যন্ত আপিলের সুযোগ পাবেন।

এ ব্যাপারে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া চেয়ারম্যান প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম বলেছেন, তিনি আপিল করবেন।  অপর প্রার্থী গোলাম কিবরিয়া দাড়িয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।