এক লিটার তেলে ৭০ কিলোমিটার চলবে হিরোর এই বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৭ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত

 

কয়েক প্রজন্ম ধরে হিরো বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। একের পর এক নতুন বাইক তৃষ্ণা মেটাচ্ছে হিরো বাইকপ্রেমীদের। হিরো মোটোকর্পের একটি জনপ্রিয় বাইক হল হিরো প্যাশন প্লাস। এই বাইকের মাইলেজের কারণেই জনপ্রিয়তা হয়তো এতো বেশি। এক এক লিটার তেলে ৭০ কিলোমিটার চলে এই বাইক।

সেই সঙ্গে এই বাইকের মেনটেন্যান্স খরচও অনেক কম। আকাশ ছোঁয়া পেট্রোলের দামের সময়ে এসে এই বাইক একটি সস্তা ও সাশ্রয়ী মূল্যের বাইকের বিকল্প হয়ে উঠেছে। এই বাইকে দেওয়া আই থ্রিএস প্রযুক্তি বাইকটিকে আরও বেশি জ্বালানি সাশ্রয়ী করে তোলে। ফলে অনেকেই বাইকটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভালো বিকল্প হিসেবে নিয়েছেন।

হিরো প্যাশন প্লাস বাইকে ৯৭.২ সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ওবিডি ২বি ইঞ্জিন রয়েছে যা ৭.৯১ বিএইচপি শক্তি ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে এবং এই বাইকের সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ৮৫ কিমি।

সংস্থার দাবি অনুসারে এই বাইকে এক লিটার তেলে যাওয়া যায় ৭০ কিমি। ১১ লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। ফুলট্যাঙ্কে এই বাইকে যাওয়া যাবে ৭৫০ কিমি। দৈনিক যাত্রীদের জন্য তাই এই বাইক অত্যন্ত ভালো একটি বিকল্প। বাইকের ওজন মাত্র ১১৫ কেজি। ফলে তরুণরাও সহজে বাইকটিকে সামলাতে পারবে।

হিরো প্যাশন প্লাস বাইকে রয়েছে আইথ্রিএস প্রযুক্তি, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ট্রিপ মিটার এবং ওডোমিটার, ফুয়েল গেজ, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের মত ফিচার্স রয়েছে এই বাইকে।

নিরাপত্তার দিক থেকেও এই বাইকটি সেরা। হিরো প্যাশন প্লাসের সামনের ও পেছনের দুটি চাকাতেই ১৩০ মিমি-র ড্রাম ব্রেক রয়েছে যা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সহ বাজারে আসে। এই ব্রেকিং সিস্টেম বাইকটিকে আরও নিরাপদ করে তোলে।

হিরো প্যাশন প্লাসের অনেকগুলো ভ্যারিয়ান্ট বাজারে এসেছে। কম দামে ভালো পারফরম্যান্স ও দীর্ঘ পরিসর পাওয়া যায় এই বাইকটিতে যা একে বাজেটের মধ্যে সবচেয়ে পছন্দের বাইকগুলোর একটি করে তুলেছে। হিরো প্যাশন প্লাস বাইকের বর্তমান দাম বাংলাদেশে প্রায় ১ লাখ ৩ হাজার ৯৯০ টাকা।

সূত্র: বাইকবিডি

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।