পুরোনো এসিতে বিদ্যুৎ খরচ কি বেশি হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ২০ জুলাই ২০২৫

গরমে স্বস্তি পেতে এসি ব্যবহার করেন বাড়িতে, অফিসে। বর্ষায় ঘরের আদ্রতা ঠিক রেখে স্বস্তির পরিবেশ পেতেও এসি ব্যবহার করেন। অনেকেই বছরের পর বছর একই এসি ব্যবহার করে আসছেন। হয়তো তেমন কোনো সমস্যা বাইরে থেকে দেখা যাচ্ছে না।

কিন্তু কখনো কি মনে হয়েছে পুরোনো এসি আপনার বাড়ির বিদ্যুতের খরচ বাড়িয়ে দিচ্ছে কি না? অনেকের মনেই এই প্রশ্ন আসা স্বাভাবিক। আপনার মনে এই প্রশ্ন আসলে, আপনি ঠিকই ধারণা করেছেন। কারণ সাধারণভাবে এসির আয়ু ১০-১৫ বছর হয়ে থাকে। কিন্তু ঘরের এসি যদি ১০ বছরের পুরোনো হয়ে যায়, তাহলে তা বদলানোর কথা এবার ভাবতে পারেন।

বিজ্ঞাপন

আসলে এসি পুরোনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাতে থাকা কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো যন্ত্রাংশের কাজের গতিও ধীর হয়ে আসতে থাকে। যার জেরে ঘর ঠান্ডা করতেও যথেষ্ট বেগ পেতে হয় পুরোনো এসিকে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ে এসির উপর।

ফলে বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কম্প্রেসর, মোটর এবং কয়েলের মতো এসির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো ক্ষয়ে যেতে থাকে। সেভাবে কার্যকারিতাও থাকে না। তাই ঘর ঠান্ডা রাখতে এসিকে কঠোরভাবে কাজ করতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরোনো এসির মধ্যে আবার ইনভার্টার টেকনোলজি থাকে না। তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসর স্পিডের সঙ্গে এটি অ্যাডজাস্ট করে নেয়। সেই কারণে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয় হ্রাস পেয়ে যায়। সময়ে সময়ে যদি এসির সার্ভিসিং করানো না হয়, তাহলে এসির মধ্যে ধুলো, ময়লা, মরিচার মতো সমস্যা দেখা দিতে থাকে।

শুধু তা-ই নয়, গ্যাস লিকেজের মতো সমস্যাও দেখা দেয়। এর ফলে এসির কুলিং পাওয়ারও ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হয়। আর তার উপর দীর্ঘ সময় ধরে কাজ করে যেতে হয় এসিকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো, পুরোনো এসি থেকে রেফ্রিজারেন্ট লিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যা সিস্টেমের উপর চাপ বাড়ায়। সেই সঙ্গে পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুতের অপচয়ও বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া পুরোনো এসিতে অনেক সময় লোয়ার স্টার রেটিং বা কম স্টার রেটিং থাকে। যার অর্থ হলো, এই পুরোনো এসিগুলো আসলে কম এনার্জি এফিশিয়েন্ট। ফলে তা আরও বেশি পাওয়ার কনজাম্পশন করে। অর্থাৎ বিদ্যুতের অপচয় বাড়ে।

অন্যদিকে নতুন এসিতে রয়েছে আরও ভালো প্রযুক্তি। যা বিদ্যুতের অপচয় কমায়। সেই সঙ্গে ভালো কুলিংয়ের সুবিধা প্রদান করে। এর পাশাপাশি পুরোনো এসি মেরামত করা কিংবা রক্ষণাবেক্ষণের খরচও একটু বেশি। নতুন এসির ইনভার্টার প্রযুক্তি আবার ৩০-৪০ শতাংশ পর্যন্ত ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেকাংশে কমিয়ে দিতে পারে।

তাই এসি যদি ১০ বছরের বেশি পুরোনো হয়, তাহলে নতুন এসি কেনা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এতে বিদ্যুতের বিলের বোঝা তো কমবেই, সেই সঙ্গে মিলবে ভালো কুলিংয়ের সুবিধাও।

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।