ইউটিউবের জনপ্রিয় পেজ বন্ধ হয়ে যাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৭ জুলাই ২০২৫

কয়েকদিন আগেই ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছিল। ১৫ জুলাই থেকে ইউটিউবে নতুন একটি নিয়ম চালু করবে তারা। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার আরও একটি দুঃসংবাদ দিলো ব্যবহারকারীদের। শিগগির এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে ইউটিউব। যা এই প্ল্যাটফর্মে ভিডিও সার্চ করার পন্থাই বদলে দেবে। আসলে এই সিদ্ধান্তের ফলে আগামী ২১ জুলাই ২০২৫ তারিখ থেকে ইউটিউবের ট্রেন্ডিং পেজ এবং ট্রেন্ডিং নাও লিস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

এই ফিচারগুলো চালু হয়েছিল ২০১৫ সালে। বিগত ১০ বছরের ট্রেন্ডিং ভিডিও প্রদর্শনের জন্যই কাজ করে যাচ্ছিল এটি। কিন্তু ইউটিউবের নতুন পরিকল্পনায় জায়গা করে নিতে পারেনি এই দুটি পেজ। এবার ইউটিউবে আসতে চলেছে একটি নয়া ফিচার।

সেটা হলো ক্যাটাগরি-ভিত্তিক চার্ট। অর্থাৎ, কোনো সিঙ্গেল বা একটা পেজে মিলবে না ট্রেন্ডিং ভিডিওগুলো। বরং সেগুলো আলাদা আলাদা ক্যাটাগরির আওতায় প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে বেশ কিছু স্পেশ্যাল ক্যাটাগরি। যথা: ট্রেন্ডিং মিউজিক ভিডিওস, উইকলি টপ পডকাস্ট শোস এবং ট্রেন্ডিং মুভি ট্রেইলারস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউটিউবের দাবি, বর্তমানে ব্যবহারকারীরা ট্রেন্ডিং পেজে সেভাবে আসেন না। বেশিরভাগ ব্যবহারকারীই সার্চ, এক্সপ্লোর ট্যাব, চ্যানেল ভিজিট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেই কন্টেন্ট খুঁজে নেন। সেই কারণেই আরও রিলেটেড এবং ক্যাটাগরি-ভিত্তিক ট্রেন্ডিং আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।

অভিজ্ঞতা হবে আরও পার্সোনালাইজড: বর্তমানে ব্যবহারকারী যে কন্টেন্ট দেখবেন, সেটি নিজেদের পছন্দ অনুযায়ীই দেখতে পাবেন তিনি। ধরুন, যদি কেউ গান শুনতে ভালবাসেন, তাহলে তিনি ট্রেন্ডিং মিউজিক ভিডিও আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। আবার কোনো ব্যবহারকারী যদি টেক ভিডিও দেখেন, তাহলে সেই সংক্রান্ত ভিডিওই তার সামনে আসতে থাকবে। এতে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পাবেন।

সূত্র: টেকক্রাঞ্চ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।