যে কৌশলে এসি চালালে বিদ্যুৎ খরচ কমাতে পারবেন

এয়ার কন্ডিশনার বা এসি এখন বলা যায় ঘরের একেবারে জরুরি একটি ইলেকট্রনিক পণ্য। গরমে স্বস্তি পেতে এসি ব্যবহার করেন বাড়িতে, অফিসে। বর্ষায় ঘরের আদ্রতা ঠিক রেখে স্বস্তির পরিবেশ পেতেও এসি ব্যবহার করেন। তবে এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়।
এসি ব্যবহারের কিছু কৌশল আছে, যা আপনার বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে পারে। কিছু ছোট ছোট ভুলের কারণে, আমাদের বিদ্যুৎ বিলও বাড়তে থাকে। আসুন জেনে নেওয়া যাক এসি ব্যবহারের কৌশল-
এসি যখন চালাবেন তখন ঘর পুরোপুরি বন্ধ করে নিন। ঘর সম্পূর্ণভাবে বন্ধ থাকলে তবেই এসি ভালো কুলিং প্রদান করে। ঘরের জানালা-দরজা যদি খোলা রেখে এসি ব্যবহার করেন তাহলে বাতাস বাইরে চলে যাবে, ঘর ঠান্ডা হতেও সময় লাগবে।
জানালার চারপাশে এবং দরজার নিচে যে জায়গা রয়েছে সেখান দিয়ে এসির বাতাস অবিরাম বেরিয়ে আসতে থাকে। যদি এসির হাওয়া ক্রমাগত বের হতে থাকে তাহলে রুম ঠিকমতো ঠান্ডা হতে পারবে না এবং আমরা গরম অনুভব করতে থাকব। এর পাশাপাশি কম্প্রেসার চলার কারণে বিদ্যুতের বিলও বাড়তে থাকবে।
এছাড়াও দরজা-জানালা থেকে বাতাস বের হলে ঘরের শীতলতা নির্ধারিত তাপমাত্রায় পৌঁছাবে না, যার কারণে কম্প্রেসারও বন্ধ হবে না। যদি আমাদের এসির কম্প্রেসার একটানা চলতে থাকে তাহলে সেই অনুপাতে ক্রমাগত বিদ্যুৎ বিলও বাড়তে থাকবে।
এসি ২৪ ডিগ্রিতে সেট করে রাখলে তা ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রিতে পৌঁছালে যেন কম্প্রেসার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ খরচও কম হবে।
কেএসকে/জেআইএম