বর্ষায় গাড়িতে দুর্গন্ধ হলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত

বর্ষায় অনেক সময় দেখা যায় গাড়ির ভেতরে ভ্যাপসা গন্ধ বা দুর্গন্ধ সৃষ্টি হয়। বৃষ্টির ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। যা স্বাভাবিক জনজীবনের উপরেও ব্যাপক প্রভাব ফেলছে। ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ তো রয়েছেই। সেই সঙ্গে গাড়ির মধ্যেও দুর্গন্ধের সৃষ্টি করে।

বৃষ্টি-বাদলার দিনে যদি গাড়ি দীর্ঘক্ষণ বন্ধ অবস্থায় পড়ে থাকে, তাহলে গাড়ির ভেতরে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। বাজারে অনেক দামি এয়ার ফ্রেশনার পাওয়া যায়। যা গাড়ির ভেতর সুগন্ধিতে ভরে রাখে। কিন্তু অনেকেই সেগুলো ব্যবহার করতে চান না। মনে করেন এসব এয়ারফ্রেশনার শরীরের ক্ষরি করতে পারে। অনেকের এলার্জির সমস্যাও দেখা দেয় এসব কেমিক্যাল থেকে।

বিজ্ঞাপন

তাই ঘরোয়া টোটকার উপরেই ভরসা করেন তারা। ঘরোয়া কিছু টোটকা আছে, যা আসলেই আপনার গাড়ির ভেতরের বাতাস ভালো রাখতে এবং দুর্গন্ধ মুক্ত রাখতে সহায়তা করবে। আসুন জেনে নেওয়া যাক কয়েকটি ঘরোয়া উপায়-

শুকনো নিম পাতা
একটি কাপড়ের ব্যাগে শুকনো নিম পাতা ভরে গাড়িতে রাখতে হবে। এর বিশেষ বিষয় হলো, নিম পাতা আর্দ্রতা শোষণ করে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও বাধা দেয়। যা দুর্গন্ধ সম্পূর্ণ রূপে দূর করে। তবে প্রতি ৭-১০ দিন অন্তর ওই শুকনো নিম পাতা পরিবর্তন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাঠের ছাই
এক্ষেত্রে উড অ্যাশ বা কাঠের ছাই খুবই কার্যকর। একটি সুতির কাপড়ে বেঁধে উড অ্যাশ গাড়ির মধ্যে রেখে দিতে হবে। এটি স্যাঁতসেঁতে ভাবের কারণে তৈরি হওয়া দুর্গন্ধ শোষণ করে এবং সিটের দুর্গন্ধও দূর করে। সাধারণত পাহাড়ি এলাকায় প্রচলিত এই টোটকাটি।

বেকিং সোডা
সোডিয়াম কার্বনেট বা বেকিং সোডা কেবিনের দুর্গন্ধ শোষণ করার ক্ষমতা রাখে। সিটগুলোতে কিছু বেকিং সোডা ছিটিয়ে দিন। এটি কেবিনের দুর্গন্ধ শোষণ করে দুর্গন্ধকে বেশ কিছুটা কমিয়ে দেয়। সারারাত রেখে দিন এবং পরের দিন এটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন।

তেজপাতা ও লবঙ্গ
ন্যাচারাল কার এয়ার ফ্রেশনার ঘরের সহজলভ্য জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে। একটি কাপড়ের ব্যাগে কিছু তেজপাতা এবং ৪-৫টি লবঙ্গ রেখে রিয়ার মিররে কাছে ঝুলিয়ে দিতে হবে। এই টোটকা ব্যবহারের ফলে হালকা অথচ প্রাকৃতিক সুবাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়বে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লেবু ও লবণের মিশ্রণ
স্যাঁতস্যাঁতে ভাবের কারণে গাড়িতে এক অদ্ভুত দুর্গন্ধ হয়। এজন্য অর্ধেক লেবু কেটে তাতে কিছু লবণ মিশিয়ে গাড়িতে রাখতে হবে। লেবুর টক স্বাদ এবং লবণের আর্দ্রতা শোষণের ক্ষমতা একসঙ্গে দুর্গন্ধ হ্রাস করে। প্রতি ২-৩ দিন অন্তর লেবুটি পরিবর্তন করতে হবে।

ভিনেগার
ভিনেগার গাড়ির ভেতরের গন্ধ দূর করতে পারে খুব সহজেই। একটি ছোট কাপ বা বাটিতে কিছুটা ভিনেগার নিয়ে গাড়ির ভেতরে সারারাত রেখে দিন। ভিনেগারের নিজের কোনো সুগন্ধ নেই, তবে এটি দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। সেই সঙ্গে দাগ দূর করতেও সাহায্য করে।

সূত্র: কার অ্যান্ড বাইক

বিজ্ঞাপন

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।