ইনস্টাগ্রাম নোটের মতো ফিচার মিলবে হোয়াটসঅ্যাপেও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৫

ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার আনছে মার্ক জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। এবার পরিবর্তন এসেছে বহুদিনের পরিচিত ‘অ্যাবাউট’ সেকশনে। ইনস্টাগ্রাম নোটের মতোই এখন হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে ছোট নোট-স্টাইল ফিচার, যা ব্যবহারকারীর মনোভাব ও ভাবনাকে আরও সহজে তুলে ধরবে।

কাজের আলোচনা থেকে ব্যক্তিগত চ্যাট সব ক্ষেত্রেই এখন মানুষের ভরসা হোয়াটসঅ্যাপ। আশি থেকে আশি প্রায় সব বয়সের মানুষই এই অ্যাপ ব্যবহার করেন। তাই প্ল্যাটফর্মটিকে আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যায় সংস্থা।

আগে ‘অ্যাবাউট’ সেকশনে ছিল সংক্ষিপ্ত কিছু স্ট্যাটাস। যেমনি-বিজি, আবেইলেভেল, কিংবা নিজের মতো করে লেখা যে কোনো লাইন। কিন্তু এবার সেই অংশই বদলে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার ইনস্টাগ্রাম বা ফেসবুকের ‘নোটস’ ফিচারের মতোই ব্যবহারকারীরা ‘অ্যাবাউট’-এ লিখে রাখতে পারবেন নিজের বর্তমান মুড, দিনের বিশেষ ভাবনা, বা মাথায় ঘুরতে থাকা কোনো গান আর তা প্রোফাইল ছবির উপরে বাবল আকারে দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনেকসময় ব্যস্ততার কারণে বার্তা দেখা বা উত্তর দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ‘অ্যাবাউট’-এ সংক্ষিপ্ত নোট লিখে রাখলে পরিচিতরা দ্রুত বুঝতে পারবেন আপনি ব্যস্ত নাকি ফ্রি। একইসঙ্গে নিজের ভাবনা-চিন্তা, অনুভূতিও সহজে শেয়ার করা যাবে এখানেই।

নতুন ফিচার অনুযায়ী, চ্যাট লিস্টে প্রোফাইল আইকনের ওপরে বাবলের মধ্যেই দেখা যাবে আপডেটেড ‘অ্যাবাউট’। আর কোনো চ্যাটে ঢুকলেই তা স্পষ্টভাবে দেখা যাবে। এমনকি অন্য কেউ চাইলে এই ‘অ্যাবাউট’ নোটে ক্লিক করে সরাসরি রিপ্লাইও করতে পারবেন যা ফিচারটিকে আরও ইন্টার‍্যাকটিভ করেছে।

হোয়াটসঅ্যাপ আশা করছে, ইনস্টাগ্রাম-স্টাইল এই ছোট নোট ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।

কীভাবে অ্যাবাউটে লিখবেন?
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন। খুলে যাবে অ্যাবাউট সেকশন। সেখানে যা জানাতে চান, তা লিখুন।
৩. যাকে বা যাদের বিষয়টা জানাতে চান, তাদের বেছে নিন। কতক্ষণ ‘অ্যাবাউট’ ভিসবল হবে তা বেছে নিন। ব্যস, আপনার কাজ শেষ।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
নাম-নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।