এবার আপনার ট্যুরের সব প্ল্যান করে দেবে এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৫

এখনকার দ্রুতগতির দুনিয়ায় বেড়ানোর ধারণাটাও বদলে যাচ্ছে আমূল। একসময় বাংলাদেশি পর্যটকের কাছে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট বা বান্দরবানই ছিল প্রধান গন্তব্য। কিন্তু এখন সেই সীমা পেরিয়ে অনেকে ছুটছেন কেনিয়ার মাসাইমারা, থাইল্যান্ডের ফুকেট, তুরস্কের কাপাডোকিয়া কিংবা পেরুর মাচুপিচুতে। অর্থাৎ কক্সবাজার, সাজেক ছেড়ে বাংলাদেশি ভ্রমণপিপাসু এখন আন্তর্জাতিক পর্যায়ের দিগন্তে।

এই বিশ্বভ্রমণের পরিকল্পনায় নতুন সঙ্গী হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। বাজেট, সময়, পছন্দ আর ভ্রমণের ধরন সব তথ্য মিলিয়ে এখন এআই-ই সাজিয়ে দিচ্ছে সেরা ডেস্টিনেশন। চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কো-পাইলটের পাশাপাশি ওয়ান্ডারপ্ল্যান ও লায়লা-এর মতো টুল ব্যবহার করে খুব সহজেই জানা যাচ্ছে, কম বাজেটে কোথায় ঘোরা যাবে? বা কোন দেশে গেলে ভিসা ঝামেলা কম?

সাম্প্রতিক আন্তর্জাতিক সমীক্ষা বলছে, বিশ্বের প্রায় ৩০ শতাংশ ভ্রমণকারী এখন এআই ব্যবহার করছেন তাদের সফর পরিকল্পনায়, বিশেষ করে বিকল্প ও কমখরচের গন্তব্য বাছাই করতে। বাংলাদেশি পর্যটকরাও ধীরে ধীরে এই ধারায় যুক্ত হচ্ছেন।

কেন এত জনপ্রিয় হচ্ছে এআই-ভিত্তিক ট্যুর প্ল্যানিং? কারণ খুব স্পষ্ট ঠকে যাওয়ার ভয়। বাংলাদেশসহ বহু দেশে পর্যটকদের অভিযোগ, অনেক ট্যুর অপারেটর জাঁকজমকপূর্ণ অফার দিলেও বাস্তবে তার অর্ধেকও পূরণ হয় না। প্রতিশ্রুত দর্শনীয় স্থান না দেখানো, খারাপ হোটেল, লুকানো চার্জ সমস্যার শেষ নেই। বিদেশ সফরে গেলে ক্ষতির অঙ্কটা আরও বেশি হয়।

সেই জায়গাতেই এগিয়ে এসেছে এআই। ওপেন সোর্সে থাকা অসংখ্য ডেটা, রিভিউ, ইউজারের অভিজ্ঞতা, ভিসা তথ্য, আবহাওয়া, খরচ, পরিবহন সবকিছু বিশ্লেষণ করে এআই সাজিয়ে দেয় নির্ভুল ট্রাভেল মডেল। এতে বাজেট অনুসারে কোন গন্তব্যে যাওয়া উচিত, কোন মৌসুমে ভ্রমণ সেরা, কোথায় খরচ কম সব পাওয়া যায় কয়েক সেকেন্ডে।

সবচেয়ে বড় সুবিধা প্রতারণার সম্ভাবনা কমে যায়। কারণ এআই বাস্তব তথ্য ব্যবহার করে ভ্রমণপথ সাজায়, কোনও অতিরঞ্জন বা লুকোচুরি ছাড়া। ওয়ান্ডারপ্ল্যান বা লায়লার মতো প্ল্যাটফর্ম তাই বাংলাদেশি ট্রাভেলারদের মধ্যেও দ্রুত জনপ্রিয় হচ্ছে।

বিদেশে যাওয়ার আগেই উন্নত দেশগুলোর ভ্রমণকারীরা যে পরিমাণ রিসার্চ করেন, বাংলাদেশে অনেকেই ততটা করেন না। ফলে এআই তাদের হয়ে সেই গবেষণার কাজটাও করে দিচ্ছে। ভিসা নিয়ম, সস্তা বিমানভাড়া, নিরাপত্তা, শপিংজোন থেকে শুরু করে কোন দেশে মুসলিম পর্যটকদের জন্য সুবিধা বেশি সবকিছুই এখন এআইয়ের এক ক্লিকে পাওয়া যাচ্ছে।

অতএব বাংলাদেশি পর্যটকের ভ্রমণের আগামী অধ্যায় স্পষ্ট এআই–নির্ভর স্মার্ট ট্রাভেল প্ল্যানিং। বেরোনোর কথা ভাবছেন? এআইকে প্রশ্ন ছুঁড়ে দিন। দেখবেন, আপনার বাজেট, সময় আর পছন্দে সাজানো নিখুঁত সফরনামা তৈরি হয়ে গেছে চোখের পলকেই।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।