স্মার্টটিভি রিমোট দিয়ে বন্ধ করলেই হবে না, বাড়তে পারে বিদ্যুৎ খরচ
স্মার্টটিভি এখন ঘরের অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট। দিনের শেষে প্রিয় অনুষ্ঠান, সিরিজ বা খবর দেখার পর আমরা রিমোটের বোতাম টিপে টিভি বন্ধ করি ঠিকই, কিন্তু আসলে টিভিটি পুরোপুরি বন্ধ হয় না। অজান্তেই স্ট্যান্ডবাই মোডে থেকে এটি সারারাত বিদ্যুৎ টেনে নেয় এবং ধীরে ধীরে নিজের আয়ু কমাতে থাকে।
এর সমাধান খুব সাধারণ একটি কাজ, তা হচ্ছে রাতে ঘুমানোর আগে টিভির প্লাগ খুলে রাখা। যা টিভিকে অপ্রত্যাশিত ক্ষতি থেকে রক্ষা করতে পারে এবং আপনার বিদ্যুৎ বিলও কমাতে।
মনে রাখবেন রিমোট দিয়ে বন্ধ করা টিভি কখনোই সম্পূর্ণ বন্ধ হয় না; এটি শুধু স্ট্যান্ডবাই মোডে যায়। এই অবস্থায় টিভি নিয়মিত বিদ্যুৎ টেনে নেয়। ছোট টিভি হলেও বছরে ১০০–২০০ টাকার মতো অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়, আর বড় টিভির ক্ষেত্রে খরচ আরও বেশি। এভাবে অযথা বিদ্যুৎ নষ্ট হয়, যা মাস শেষে বিল বাড়িয়ে দেয়।
বাংলাদেশে রাতে ভোল্টেজ ওঠানামা খুবই সাধারণ ঘটনা। বেশিরভাগ মানুষ টিভির সঙ্গে স্টেবিলাইজার ব্যবহার করেন না, ফলে হঠাৎ ভোল্টেজ কমে বা বাড়লে টিভির সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু প্লাগ সকেটে লাগানো থাকার কারণেই অনেক সময় ইলেকট্রনিক আইটেম নষ্ট হয়ে যায়। প্লাগ খুলে রাখলে টিভি এই ঝুঁকি থেকে পুরোপুরি নিরাপদ থাকে।
স্ট্যান্ডবাই মোডেও টিভির অভ্যন্তরীণ সার্কিট ও কয়েল সক্রিয় থাকে। মানে টিভি ‘ঘুমিয়ে’ থাকলেও ভেতরে কাজ চলে। দীর্ঘ সময় এমন থাকলে যন্ত্রাংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং আয়ু কমে আসে। প্লাগ খুলে দিলে টিভি পুরোপুরি বন্ধ হয়, ফলে উপাদানগুলো বিশ্রাম পায় এবং ডিভাইস দীর্ঘদিন ভালো থাকে।
যেমন আমরা স্মার্টফোন রিবুট করে দ্রুতগতিতে ব্যবহার করি, তেমনই স্মার্ট টিভিরও নিয়মিত রিস্টার্ট প্রয়োজন। প্লাগ খুলে দিলে টিভি সম্পূর্ণ শাটডাউন হয়ে ক্যাশে মুছে যায়, ছোটখাটো সফটওয়্যার সমস্যাও দূর হয়। ফলে টিভির পারফরম্যান্স আগের তুলনায় আরও স্মুথ হয়ে ওঠে।
অনেকে অভিযোগ করেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিনের উজ্জ্বলতা কমে যায়। এর অন্যতম কারণ স্ট্যান্ডবাই অবস্থায় টিভির পিক্সেলগুলোতে খুব সূক্ষ্ম মাত্রায় চাপ পড়ে। টিভি রাতভর পুরোপুরি বন্ধ রাখলে পিক্সেলগুলোর ক্ষয় কম হয়, ফলে স্ক্রিন বেশি দিন পরিষ্কার ও উজ্জ্বল থাকে।
আরও পড়ুন
স্মার্ট টিভি কেনার আগে যা খেয়াল রাখবেন
স্মার্ট টিভির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
কেএসকে/