চিকিৎসা পরামর্শে ভুলের অভিযোগ এআইয়ের বিরুদ্ধে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬

 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই গুগল সার্চের মাধ্যমে চিকিৎসা পরামর্শ কিংবা ওষুধ গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ফিচার ‘এআই ওভারভিউস’ ভুল ও সম্ভাব্য ক্ষতিকর চিকিৎসা তথ্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আগেও বিতর্কের জন্ম দিয়েছিল।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানে উঠে এসেছে, নির্দিষ্ট কিছু চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নে গুগলের এই এআই টুল বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করছে।

প্রতিবেদনে বলা হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্ন করলে এআই ওভারভিউস উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়। অথচ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই রোগে আক্রান্তদের জন্য নিয়মিত উচ্চ চর্বিযুক্ত খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে জীবননাশের ঝুঁকিও তৈরি হতে পারে।

এছাড়া লিভারের রক্ত পরীক্ষার স্বাভাবিক মাত্রা জানতে চাইলে এআই ওভারভিউস এমন তথ্য দেখিয়েছে, যেখানে রোগীর বয়স, লিঙ্গ, জাতিগত পরিচয় বা জাতীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি। এতে অনেক ব্যবহারকারী ভুলভাবে নিজেকে সুস্থ মনে করতে পারেন। নারীদের ক্যানসার-সংক্রান্ত কিছু প্রশ্নেও এআই টুলটি প্রকৃত উপসর্গকে গুরুত্ব না দেওয়ার মতো তথ্য দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগল সংশ্লিষ্ট কিছু এআই সারাংশ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। বর্তমানে নির্দিষ্ট কিছু চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নে এআই ওভারভিউস আর প্রদর্শিত হচ্ছে না। তবে গুগলের এক মুখপাত্র দাবি করেছেন, আলোচিত উদাহরণগুলো অসম্পূর্ণ স্ক্রিনশট থেকে নেওয়া এবং ব্যবহৃত সূত্রগুলো ছিল স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চের শীর্ষে এআই ওভারভিউস প্রদর্শিত হওয়ায় বহু ব্যবহারকারী যাচাই ছাড়াই এই তথ্যের ওপর নির্ভর করেন। ফলে চিকিৎসা-সংক্রান্ত ভুল তথ্য জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহারে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই এ খাতে কঠোর নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

সূত্র: এনডিটিভি

শাহজালাল/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।