স্মার্টফোনে যেভাবে সূর্যগ্রহণের ছবি তুলবেন

আজ ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে। শুধু আমাদের দেশেই নয় এই গ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। দেশের যে কোনো প্রান্ত থেকে সাক্ষী থাকতে পারেন সূর্যগ্রহণ। ঢাকা বিভাগে বিকেল ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে।
চাইলে স্মার্টফোনে সূর্যগ্রহণের ছবি তুলে রাখতে পারেন। যদিও সূর্যগ্রহণের ছবি তুলতে প্রয়োজন একটি ৬০০ এমএম লেন্স। এই লেন্সের দাম অনেক বেশি, তাই চাইলে ২৫০-৩০০ এমএম লেন্সের সামনে ১.৫x এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন।
উজ্জ্বল সূর্যের ছবি তুলতে যে কোনো রকমের ফিল্টার ব্যবহার করতে হবে। সানগ্লাস অথবা সূর্যগ্রহণ দেখার জন্য তৈরি বিশেষ চশমার পিছনে মোবাইল ক্যামেরার লেন্স রেখে ছবি তুলতে পারবেন। এসময় সূর্যের ছবি তোলার জন্য জুম করে নিতে হবে। সেই ক্ষেত্রে ফোনে টেলিফটো ক্যামেরা থাকলে ভালো রেজাল্ট পাবেন। তবে এরপরেও আপনাকে ডিজিটাল জুম করতে হতে পারে। এজন্য সঙ্গে ট্রাইপড থাকলে তার উপরে বিশেষ মাউন্ট ব্যবহার করে ফোন অ্যাটাচ করে নিন।
তবে মনে রাখতে হবে, গ্রহণের ছবি তোলার আগে সঠিক এক্সপোজার নেওয়া প্রয়োজন। আজকাল সব ফোনেই ডিসপ্লের উপরে ট্যাপ করে ফ্রেমে যে কোনো জায়গার ফোকাস ও এক্সপোজার নেওয়া যায়। তাই শাটার বাটন প্রেস করার আগে প্রত্যেকবার সূর্যের উপরে ট্যাপ করে নিন। প্রয়োজনে এক্সপোজার কিছুটা কমিয়ে নিতে পারেন। এর ফলে ভালো ছবি তুলতে পারবেন।
সূর্যগ্রহণের সময় যেহেতু সূর্যের রশ্মির প্রভাব বেশি থাকে। তাই ফটোগ্রাফি করতে গেলে ত্বক এবং চোখের ক্ষতি এড়াতে সানগ্লাস, ক্যাপ ব্যবহার করুন। যতটা সম্ভব শরীর ঢেকে নিন। ছবি তুলতে বা সূর্যগ্রহণ দেখতে একটি ছায়া বা সূর্যের আলো এড়াতে পারেন এমন জায়গা বেছে নিন।
সূত্র: গ্যাজেটস নাও
কেএসকে/জেআইএম