ওয়েব ডিজাইনার দিবস

ওয়েব ডিজাইন শেখার আগে যা জানা জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ৩১ মে ২০২৩

প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন কিছু জানার ইচ্ছা হলে সাধারণ জ্ঞানের বই বা অসংখ্য বই পড়ার দরকার হয় না। গুগলে এক সার্চেই জানা যায় সবকিছু। সবকিছুই এখন হয়ে পড়ছে ইন্টারনেট এবং প্রযুক্তিনির্ভর। সেই সঙ্গে বাড়ছে ওয়েব ডিজাইনের কদর।

খুব সহজে বললে, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইটের নকশা, যা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন। যেমন ধরুন- গুগল, মাইক্রোসফট বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দেখতে যেমন এই নকশাকেই বলা হয় ওয়েব ডিজাইন। এই ওয়েবের নকশা করাই একজন ওয়েব ডিজাইনারের কাজ।

একেকটি ওয়েবসাইডের ডিজাইন হয় একেকরকম। মার্ক জাকারবার্গ একভাবে ফেসবুক ওয়েবসাইটের ডিজাইন করেছেন, হোয়াটসঅ্যাপের বেলায় কিন্তু তা অন্যরকম। একটি ওয়েবসাইটের আউটলুক, ফন্ট কালার, সাইজ, ইমেজ, ম্যানুবার, টুলবার ইত্যাদি কোথায় কেমন হবে, কন্টেন্ট কীভাবে থাকবে, এই সবকিছু ওয়েবসাইট ব্যবহারকারীরা যেভাবে দেখেন তা ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত।

বর্তমানে ওয়েব ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। সব ধরনের প্রতিষ্ঠানই তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করছে। তাই বাড়ছে ওয়েব ডিজাইনারদের কদর। সেই সঙ্গে বাড়ছে ঘরে আয় করার সুযোগ। ওয়েব ডিজাইন শেখা খুব বেশি কঠিন কিছু নয়। আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েব ডিজাইন শিখতে পারেন। আবার যাদের এ বিষয়ে বেসিক কিছু ধারণা আছে তারা ইউটিউবে প্রতিষ্ঠিত ওয়েব ডিজাইনারদের টিউটোরিয়াল দেখেও শিখে নিতে পারেন।

ওয়েব ডিজাইনারদের আয়ও অনেক বেশি। শুধু দেশেই নয়, আপনি ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব ডিজাইন করতে পারবেন। বিনিময়ে আয় করতে পারবেন অর্থ। একজন স্বল্প অভিজ্ঞ ওয়েব ডিজাইনার দেশের মধ্যে কাজ করলে ২৫-৫০ হাজার টাকা আয় করতে পারেন মাসে। দেশের বাইরের কাজ করতে পারলে মাসে ৪-৭ লাখ টাকা পর্যন্তও আয় করা যায়।

আরও পড়ুন: ফেসবুক রিলস থেকে আয় করার ৪ উপায়

তবে ওয়েব ডিজাইন শেখার আগে কয়েকটি বেসিক বিষয় জেনে রাখুন। এতে দ্রুত ওয়েব ডিজাইন সম্পর্কে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন-

>> কোডিং সমাধানের জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি সম্পর্কে ধারণা রাখুন। যাদের আগে থেকে সামান্য এই বিষয়গুলোতে ধারণা আছে তাদের শেখা আরও সহজ হবে।

>> এইচটিএমএল হলো কোডিং তথা মার্কআপ ল্যাংগুয়েজ। শুধু এইচটিএমএল শেখার মাধ্যমেই সাধারণ একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন।

>> সিএসএস হলো এইচটিএমএল এর পরের ধাপ। এইচটিএমএল এর মাধ্যমে আপনি ওয়েব পেজ তৈরি করার পর সেটি সাজানোর পালা। ওয়েবসাইটের ফন্ট কালার সাইজ, ইমেজ ইত্যাদি বসানোর জন্য সিএসএস শিখতে হবে। এর মাধ্যমে আপনি ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজাতে পারবেন। যার ফলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

>> এরপর আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে আপনি ওয়েবসাইট বিভিন্ন পরিচালনা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। দক্ষ ওয়েব ডিজাইনার হতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা আবশ্যক।

>> এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর শিখে নিতে পারেন আগেই। বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এখন গ্রাফিক্সের কাজ শেখানো হয়। খুব অল্প সময়ে এর একটি কোর্স করে নিতে পারেন।

>> ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট সমাধানের জন্য ওয়ার্ডপ্রেস, জুমলা শিখতে পারেন।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।