বাংলাদেশে এলো চীনের ‘রিভারসং’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

দেশের বাজারে এলো চীনের গ্লোব্যাল ব্র্যান্ড রিভারসংয়ের প্রযুক্তিপণ্য। বাংলাদেশে ব্র্যান্ডটির অথরাইজড ডিস্ট্রিবিউটর এ পণ্য বাজারজাত করবে। পণ্যগুলোর মধ্যে এসেছে দুটি মডেলের টিডব্লিউএস এবং তিনটি মডেলের স্মার্টওয়াচ।

টিডব্লিউএসের মডেল দুটি হলো- এয়ারফ্লাই এল৫ ও এয়ার এক্স২৬। উভয় হেডফোনেই আছে এইচডি স্টেরিও সাউন্ড কোয়ালিটি। এছাড়া আছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ও আইপিএক্স৫.০ সোয়েট প্রুফ ফিচার। হেডফোনগুলো গুগল ও সিরির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। দেড়ঘণ্টা চার্জে চলবে পাঁচ ঘণ্টা পর্যন্ত। এয়ারফ্লাই এল৫ মডেলটির দাম ১ হাজার ৩৯৯ টাকা আর এয়ার এক্স২৬-এর দাম ১ হাজার ৪৯৯ টাকা।

বিজ্ঞাপন

স্মার্টওয়াচগুলোর মধ্যে মোটিভ-৬ প্রো মডেলে আছে ১.৮৩ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন। স্মার্টওয়াচটিতে আছে ব্লুটুথ কলিং ফাংশন, স্প্লিট স্ক্রিন, ফুটবল ফ্যান ওয়াচ ফেস, হোয়াটসঅ্যাপ কল ও ইন অ্যাপ জিপিএস ফিচার। এছাড়া আছে ওয়েদার ফোরকাস্ট ও ক্যামেরা কন্ট্রোল। দাম ২ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন: এক চার্জে ১৫ দিন চলবে এই স্মার্টওয়াচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোটিভ ৬সি প্রো মডেলে আছে ১.৩ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। ৩২০ বাই ৩২০ রেজুলেশনের স্মার্টওয়াচটিও ব্লুটুথ কলিং ফাংশন ও ইন অ্যাপ জিপিএস সাপোর্ট করে। মডেলটিতে আছে ওয়েদার ফোরকাস্ট ও ক্যামেরা কন্ট্রোল। এবিএস প্লাস্টিকসহ মেটাল বডির মডেলটির দাম ৩ হাজার ৯৯৯ টাকা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মোটিভ ৭এস মডেলটিতে ব্যবহার করা হয়েছে ১.৯১ ইঞ্চি ডিসপ্লে। এতে আছে ব্লুটুথ কলিং ফাংশনের পাশাপাশি ব্ল্যাড প্রেশার মনিটর এবং অ্যানিমেটেড ওয়াচফেস ও পাসওয়ার্ড প্রোটেকশন। এর দাম ৩ হাজার ৪৯৯ টাকা। সব পণ্যেই আছে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।