স্মার্টফোন চার্জ করার সঠিক পদ্ধতি জানেন কি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

স্মার্টফোন নিয়মিত চার্জ করেন কিন্তু সঠিক পদ্ধতিতে করছেন না। ফলে আপনার স্মার্টফোনের আয়ু কমছে। খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে স্মার্টফোনটি। অনেক সময় নতুন স্মার্টফোনেও বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে।

জেনে নিন স্মার্টফোন চার্জ করার সঠিক পদ্ধতি-

বিজ্ঞাপন

>> চার্জিং পোর্টের পিন ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়া অবস্থায় কখনোই ফোনে চার্জ দেবেন না। চার্জিং পোর্ট থেকে বিদ্যুৎ লিক করতে পারে, যা আপনার স্মার্টফোনের ভয়াবহ ক্ষতি করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

>> যে সংস্থার স্মার্টফোন সেই সংস্থার নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য তৈরি চার্জার দিয়ে ফোনে চার্জ দিন। অন্য সংস্থার চার্জার বা বাজার চলতি লোকাল চার্জার কিনে কখনোই ফোন চার্জ দেবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন

>> মাঝে মাঝেই স্মার্টফোন চার্জে বসাবেন না। সকালে স্মার্টফোন চার্জে বসান এবং টানা সময় চার্জ দিয়ে তা ফুল চার্জ করে খুলে নিন। সারাদিনে যদি একবার চার্জ দিলেই কাজ চলে যায় তবে সেটা সবচেয়ে ভালো।

>> অনেকেই সারারাত স্মার্ট ফোন চার্জে বসিয়ে রাখেন, যা ফোনে জন্য খুবই ক্ষতিকর। আবার একেবারে ০ শতাংশ হলেও চার্জে বসাবেন না। চেষ্টা করুন ২০ শতাংশ চার্জ আছে তখনই চার্জে বসাতে এবং ৯০ শতাংশ হলেই খুলে নিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> ফোনে চার্জ দেওয়ার সময় কভার বন্ধ রাখবেন না। বরং সব রকম কভার খুলে নিয়ে স্মার্টফোনে চার্জ দেওয়া ভালো।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: মেক ইউজ অব

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।