অ্যান্ড্রয়েডে ছবি থেকে টেক্সট কপি করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৪

হাতে একটি স্মার্টফোন থাকা মানেই পুরোবিশ্বের খবর জানতে পারবেন মুহূর্তেই। কম্পিউটার, ল্যাপটপের কাজও সেরে নেওয়া যায় স্মার্টফোনেই। স্মার্টফোন খোলা মানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর হাজার-একটা নোটিফিকেশন। সোশ্যাল মিডিয়া মানেই অগুনতি ছবি। ভালো-খারাপের ভিড়ে লুকিয়ে থাকা অনেক ছবিতেই থাকে সুন্দর সুন্দর টেক্সট। কিন্তু সেই ছবির টেক্সট কপি করাটা অনেকের কাছেই কার্যত দুষ্কর।

ছবির টেক্সট কপি করার কাজটা খুবই সহজ। অ্যান্ড্রয়েড ফোনে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ়’ নামে একটি বিশেষ ফিচারও থাকে। অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না। এই ফিচারের সাহায্যে অনায়াসে কোনও বই বা কাগজের ছবি তুলে তার টেক্সটই একটা ডকুমেন্টে পেস্ট করা যায়। ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকে কাজটি সম্ভব। এছাড়াও গুগল লেন্সের সাহায্যে কোনও ছবির টেক্সট অ্যান্ড্রয়েড ফোনে কপি করা যায়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু পদ্ধতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ

দেখে নিন কীভাবে ফোনের গ্যালারি থেকে ছবির টেক্সট কপি করবেন-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> প্রথমেই আপনার ফোনের গ্যালারি খুলতে হবে। একটি ছবি সিলেক্ট করতে হবে, যার টেক্সট আপনি কপি করতে চান।

>> এবারে লেন্স আইকনে ট্যাপ করুন। লেন্স আইকন আপনাকে গুগল লেন্সে নিয়ে যাবে।

>> এখানেই টেক্সট অপশনে ট্যাপ করতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন সেই অংশটা, যেটা আপনি কপি করতে চান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> এবার কপি টেক্সট অপশনে ক্লিক করুন, তাহলেই আপনার ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

>> এখন আপনার ফোনের গ্যালারিতে যদি ইন-বিল্ট লেন্স না থাকে, তাহলে গুগল ফটোজ অ্যাপ থেকে টেক্সট কপি করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।