গরমের আগেই জেনে নিন

আপনার ঘরের মাপ অনুযায়ী কত টনের এসি কিনবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

শীত শেষ হতে চললো প্রায়। দিনে সূর্যের তাপ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে অনেকটাই। কিছুদিন পরই পুরোপুরি গরম চলে আসছে। অনেকে এখনই এসি কেনার কথা ভাবছেন। তবে এসি কেনার আগে সবার যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে, কত টনের এসি কিনবেন।

মূলত ঘরের মাপ অনুযায়ী এসি কত টন কিনবেন তা ঠিক করুন। এর আগে জেনে নিন টন কী? অনেকে আবার ভাবেন টন মানে ওজন বোধহয়। যারা দীর্ঘদিন এসি ব্যবহার করছেন, তাদেরও অনেকে টন মানে জানেন না।

এসিতে টন মানে ওজন নয়। টন কথার অর্থ হলো, এইচভিএসি। হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার। বাড়িকে এক ঘণ্টায় কত ঠান্ডা করতে পারে, টন শব্দ দিয়ে সেটাই বোঝানো হয়। সোজা কথায়, টনেজ বা টন এসির কুলিং ক্যাপাসিটি বা ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়।

আরও পড়ুন
* এসি চালিয়েও গাড়ির ভেতর ঠান্ডা না হলে যা করবেন

তাপের পরিমাপ হলো বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট)। এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। ৩ টনের ইউনিট গরম বাতাসের ৩৬০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে। এভাবে চলতে থাকে। এর মানে যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, এক টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। দুই টনের এসি থাকলে ঘর দুই টন বরফের মতো ঠান্ডা হবে।

কোন ঘরে কত টন এসি লাগবে? বোঝায় উপায়: ১০০-১৩০ বর্গফুট – ০.৮-১ টন এসি, ১৩০-২০০ বর্গফুট – ১.৫ টন এসি, ২৫০-৩৫০ বর্গফুট-২ টন এসি। এখন ৫০০ বর্গফুটের চেয়ে বড় বা হলঘর ঠান্ডা করতে একাধিক এসির প্রয়োজন হবে।

এভাবে যে কেউ এসি কেনার সময় প্রয়োজন অনুযায়ী সঠিক টন বেছে নিতে পারেন। তবে ছাদের উচ্চতা, জানালার আকারও ঘর ঠান্ডা করার ক্ষমতা প্রভাবিত করতে পারে। এসি কেনার সময় এটাও মাথায় রাখতে হবে।

আরও পড়ুন
* কত তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে?
* গাড়িতে ১ ঘণ্টা এসি চালালে কতটুকু জ্বালানি খরচ হয়?

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।