গুগল ম্যাপে পছন্দের জায়গা বুকমার্ক করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

চাইলে আপনার পছন্দের কোনো জায়গা বা প্রতিদিনের গন্তব্য বুকমার্ক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকি সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না।

আপনি কম্পিউটার বা ল্যাপটপেও এই কাজ করতে পারবেন। যদি মোবাইল গুগল ম্যাপ ব্যবহার করেন, তাহলে তাতেও এই ফিচার ব্যবহার করতে পারবেন।দেখে নিন কম্পিউটার বা ল্যাপটপে কাজটি কীভাবে করবেন-

>> আপনার কম্পিউটারের ব্রাউজারে maps.google.com এ যান।

>> আপনি যে অবস্থানটি সেভ করতে চান তা খুঁজে পেতে সার্চ বার বা জুম ব্যবহার করুন।

>> এবার একটি অ্যাড্রেস বক্স দেখতে পাবেন। তাতে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য দেখানো হবে।

আরও পড়ুন
ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

>> অ্যাড্রেস বক্সের পাশে, আপনি একটি “সেভ” অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং জায়গাটি সেভ করুন।

>> এরপর আপনি একটি মেনু দেখতে পাবেন। সেই মেনুতে যে জায়গাটি আপনি সেভ করতে চান, সেটিকে সিলেক্ট করে নিন। আর যদি নতুন একটি তালিকা বানাতে চান, তাহলে “নিউ লিস্ট” অপশনে ক্লিক করতে হবে।

মোবাইলে যেভাবে করবেন-

>> আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলুন।

>> জুম ইন করে বা সার্চ বার ব্যবহার করে আপনি যে জায়গাটি সেভ করতে চান, তা খুঁজুন।

>> এবার সেই জায়গাটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।

>> আপনি স্ক্রিনের নিচে “সেভ” অপশনটি পাবেন। এটিতে ট্যাপ করে জায়গাটি সেভ করুন।

>> কম্পিউটারের মতই, আপনার পছন্দের জায়গাগুলো সেভ করতে আপনাকে একটি তালিকা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে “নিউ লিস্ট”-এ ক্লিক করে নতুন তালিকা বানাতে পারেন।

আরও পড়ুন
গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলবেন যেভাবে
গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।