আইফোন ১৭-তে যেসব পরিবর্তন আসতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭। তবে আইফোন ১৬ লঞ্চ হওয়ার পরই নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আইফোন ১৭ নিয়ে। আসন্ন আইফোন ১৭ সম্পর্কে কিছু তথ্য এরই মধ্যে ইন্টারনেটে ঘোরাফেরা করছে। কোয়ালিটির পাশাপাশি আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো-এর ক্যামেরা স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, আইফোন ১৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তন করতে পারে অ্যাপল। শুধু ব্যাক ক্যামেরা সেন্সরেই নয়, ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও নতুন প্রযুক্তির ছোঁয়া থাকতে পারে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। সেই অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অনুমান করা হচ্ছে, ১৩ বা ১৫ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে আইফোন ১৭ সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করবে অ্যাপল।

ডিজাইনে চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। এই সিরিজের সব মডেলেই প্রিমিয়াম গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি। লুক বদলে যাবে অনেকটা। ওজনও আগের চেয়ে হালকা হবে।

আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, আইফোন ১৭ প্রো-তে ৬.৩ ইঞ্চির এবং আইফোন ১৭ এয়ারে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ারে থাকতে পারে এ১৯ চিপ। আর আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সে এ১৯ প্রো চিপ।

স্ট্যান্ডার্ড মডেলগুলোতে ৮জিবি র‍8্যাম, আর প্রো ও প্রো ম্যাক্স মডেলে ১২জিবি র‍্যাম থাকতে পারে। সব মডেলেরই রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্জ। আইফোন ১৭ প্রো ম্যাক্সে ট্রিপল ৪৮এমপি ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যান্য মডেলগুলোতে থাকতে পারে ২৪এমপি ফ্রন্ট ক্যামেরা।

সূত্র: টেক অ্যাডভাইজার

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।