কোডাকের স্মার্টফোন


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

নিজেদের তৈরি প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি কোডাক। কনজিউমার ইলেকট্রনিক পণ্যের প্রদর্শনী সিইএস-২০১৫ উপলক্ষে উন্মোচন করা হচ্ছে এই স্মার্টফোনটি।

প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ৬-৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। ধারণা করা হচ্ছে, ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নিজস্ব ডিভাইস আনছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন ছাড়াও ২০১৫ সালের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির নির্মিত ট্যাবলেটও বাজারে আসবে। যারা উচ্চমানসম্পন্ন স্মার্টফোন পেতে চান, তাদের জন্য কোডাকের স্মার্টফোনটি হবে একটি গুরুত্বপূর্ণ পণ্য। বিশেষ করে ক্যামেরা এবং শেয়ারিং ফিচারে ভিন্ন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

কোডাকের বিবৃতি অনুযায়ী, তাদের স্মার্টফোনটির ক্যামেরা ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মানের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস ফের জুম এবং গ্যালাক্সি কে জুমকে ছাড়িয়ে যাবে নতুন স্মার্টফোনটি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সম্প্রতি প্যানাসনিক লুমিক্স ডিএমসি-সিএম১ এবং নিকন অ্যান্ড্রয়েডভিত্তিক ক্যামেরা বাজারে এনেছে। ধারণা করা হচ্ছে, গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজারে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।