আইওএস ২৬.২ উন্মোচন করলো অ্যাপল, পাবেন একাধিক নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনলো অ্যাপল

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা ও উন্নয়ন নিয়ে আইওএস ২৬.২ এবং আইপ্যাডওএস ২৬.২ সংস্করণ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন এই আপডেটে রিমাইন্ডার অ্যালার্ম, লক স্ক্রিনে সময় প্রদর্শনের স্বচ্ছতা নিয়ন্ত্রণ, এয়ারড্রপের নিরাপত্তা উন্নয়ন এবং পডকাস্ট অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

এই আপডেটে লক স্ক্রিনের লিকুইড গ্লাস ইফেক্টে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। পাশাপাশি পডকাস্ট অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে অধ্যায় বিভাজনের সুবিধা এবং এয়ারড্রপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, ভিশনওএস ও টিভিওএসের নতুন সংস্করণও প্রকাশ করেছে অ্যাপল। 

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আপডেট ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারে আরও নিরাপদ ও উন্নত অভিজ্ঞতা দেবে। আসুন কী কী সুবিধা যুক্ত হলো জেনে নেওয়া যাক-

লক স্ক্রিনে নতুন নিয়ন্ত্রণ

আইওএস ২৬.২ সংস্করণে লক স্ক্রিনে লিকুইড গ্লাস ইফেক্টের স্বচ্ছতা নিয়ন্ত্রণের জন্য একটি স্লাইডার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী লক স্ক্রিনের দৃশ্যমানতা নির্ধারণ করতে পারবেন।

পডকাস্ট অ্যাপে নতুন সুবিধা

নতুন আপডেটে পডকাস্ট অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে অধ্যায় তৈরি হওয়ার সুবিধা যুক্ত হয়েছে। ফলে দীর্ঘ পর্বের নির্দিষ্ট অংশে দ্রুত পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে কোনো পর্বে অন্য পডকাস্টের উল্লেখ থাকলে সংশ্লিষ্ট পডকাস্টের লিংকও প্রদর্শিত হবে।

এয়ারড্রপে বাড়তি নিরাপত্তা

আইওএস ২৬.২ সংস্করণে এয়ারড্রপ ব্যবস্থাকে আরও নিরাপদ ও কার্যকর করা হয়েছে। এতে ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদান আগের তুলনায় আরও সুরক্ষিতভাবে সম্পন্ন হবে।

এয়ারপডসে লাইভ অনুবাদ সুবিধা

নতুন এই সংস্করণে ইউরোপীয় অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এয়ারপডসে লাইভ অনুবাদ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে ভিন্ন ভাষার কথোপকথন তাৎক্ষণিকভাবে নিজের ভাষায় শোনার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়া জাপানের ব্যবহারকারীদের জন্য বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা এবং তৃতীয় পক্ষের ভয়েস সহকারী ব্যবহারের সাপোর্ট যুক্ত করা হয়েছে।

আইপ্যাডে মাল্টিটাস্কিং আরও উন্নত

আইপ্যাডওএস ২৬.২ সংস্করণে মাল্টিটাস্কিং ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করা হয়েছে। এখন ডক, সার্চ এবং অ্যাপ লাইব্রেরি থেকে অ্যাপ টেনে বিভিন্ন ভিউতে ব্যবহার করা যাবে। বাম বা ডান দিকে টানলে স্লাইড ওভার বা টাইলড ভিউ চালু হবে, আর মাঝখানে টানলে বড় বা ছোট উইন্ডো আকারে অ্যাপ খুলবে। এতে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য আসবে। 

যেভাবে আপডেট করবেন-

আইওএস ২৬.২ ও আইপ্যাডওএস ২৬.২ এরই মধ্যে সমর্থিত ডিভাইসগুলোর জন্য ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা সেটিংসের সাধারণ অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অংশে প্রবেশ করে নতুন সংস্করণটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

আরও পড়ুন

আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কেন ভালো ছবি ওঠে

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন

সূত্র: জিএসমেরিনা, এনগ্যাজেটস

শাহজালাল/কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।