এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বড় ভিডিও দিতে পারবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে।

এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বড় ভিডিও দেওয়ার সুবিধা আনছে। হোয়াটসঅ্যাপে ভিডিও স্ট্যাটাস এডিট করে আপলোড করতে করতে ক্লান্ত হতে হবে না। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ও দরকারি বৈশিষ্ট্য আনার প্রস্তুতি নিচ্ছে। যে কারণে এখন স্ট্যাটাসে একটি দীর্ঘ ভিডিও রাখা আগের চেয়ে সহজ হবে। এখন ভিডিও স্ট্যাটাস ১ মিনিটের পরিবর্তে হবে ৯০ সেকেন্ডের।

বিজ্ঞাপন

শিগগির তার স্ট্যাটাস বৈশিষ্ট্যের ভিডিও সীমা ৯০ সেকেন্ডে বাড়িয়ে দিতে চলেছে। আগে আপনি একবারে শুধু ৬০ সেকেন্ড (১ মিনিট) পর্যন্ত একটি ভিডিও পোস্ট করতে পারতেন, এখন এই সীমা ৩০ সেকেন্ড বৃদ্ধি করা হয়েছে। এটি সরাসরি সেই সব ব্যবহারকারীদের উপকৃত করবে যারা দীর্ঘ ভিডিও স্ট্যাটাস শেয়ার করতে চান।

বর্তমানে এই বৈশিষ্ট্যটি শুধু হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুধু যারা অ্যাপটির টেস্টিং ভার্সন ব্যবহার করেন তারাই এখন এটিতে অ্যাক্সেস পেয়েছেন। কিন্তু সাধারণত যেমন হয়, বিটাতে আসার পর এই বৈশিষ্ট্যটি শিগগির সব ব্যবহারকারীদের জন্যও প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটি আপনার ফোনে এসেছে কি না তা পরীক্ষা করবেন যেভাবে-

>> প্রথমে গুগল প্লে স্টোর খুলুন
>> হোয়াটসঅ্যাপ সার্চ করুন এবং অ্যাপটি আপডেট হয়েছে কি না তা পরীক্ষা করুন
>> যদি একটি আপডেট পাওয়া যায়, অ্যাপটি আপডেট করুন
>> এখন হোয়াটসঅ্যাপ খুলুন এবং স্ট্যাটাস ট্যাবে যান এবং একটি ৯০ সেকেন্ডের ভিডিও আপলোড করার চেষ্টা করুন
>> ভিডিওটি যদি কোনো কাট ছাড়াই আপলোড হয়ে যায়, তাহলে বুঝবেন ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।