বিটিআরসিতে টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক দল এবং বিশ্ববিদ্যালয়সমূহ অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী ২০টি প্রতিষ্ঠান মেলার বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর সমাধান ও গবেষণালব্ধ ৩২টি আইডিয়া প্রদর্শন করছে।
উদ্ভাবনী ধারণাগুলোর মধ্য থেকে সর্বোত্তম আইডিয়াগুলোকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং ভবিষ্যৎ উন্নয়নে বিটিআরসির সহায়তার সুযোগ।
প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। চতুর্থ পুরস্কার ৭৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা।
মেলার প্রধান উদ্দেশ্য হলো তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তি প্রেমীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করা।
এমডিএইচআর/এমআইএইচএস/জিকেএস