বিটিআরসিতে টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৩ জুলাই ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক দল এবং বিশ্ববিদ্যালয়সমূহ অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী ২০টি প্রতিষ্ঠান মেলার বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর সমাধান ও গবেষণালব্ধ ৩২টি আইডিয়া প্রদর্শন করছে।

বিজ্ঞাপন

উদ্ভাবনী ধারণাগুলোর মধ্য থেকে সর্বোত্তম আইডিয়াগুলোকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং ভবিষ্যৎ উন্নয়নে বিটিআরসির সহায়তার সুযোগ।

বিটিআরসিতে টেলিযোগাযোগ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। চতুর্থ পুরস্কার ৭৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মেলার প্রধান উদ্দেশ্য হলো তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তি প্রেমীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করা।

এমডিএইচআর/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।