ফেসবুকের সতর্ক বার্তা

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের মাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রতিনিয়তই নতুন নতুন পন্থায় গ্রাহক তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
গেল বছরের শেষ দিকে নিজস্ব প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় ফেসবুক, যা ২০১৫ সালের শুরু থেকে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে বলে জানানো হয়। স্বয়ংক্রিয় আপডেটের এ সুযোগের মাধ্যমে কপিরাইট-সংক্রান্ত ভুয়া পোস্ট ছড়িয়ে গ্রাহক তথ্য হাতিয়ে নিতে একদল সাইবার অপরাধী কাজ করছে বলে সতর্ক করা হয়েছে।
ফেসবুকের তথ্য অনুযায়ী, এ ধরনের ভুয়া কপিরাইট পোস্টে গ্রাহকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। অনেক সময় কপিরাইট আইন মানা না হলে সেবা থেকে বঞ্চিত করা হতে পারে বলে হুমকি দেয়া হয়।
এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ড্রু নয়েস জানান, অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানোর জন্য ফেসবুকের প্রাইভেসি সেটিংসের ওপর নির্ভরশীল থাকার কোনো বিকল্প নেই। এছাড়া অন্য যে কোনো কপিরাইট-সংক্রান্ত পোস্ট অগ্রাহ্য করার পরামর্শ দিয়েছেন তিনি।