কর্মী ছাঁটাই করবে সনি


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

মোবাইল বিভাগ থেকে ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি সনি। এতে জাপানভিত্তিক প্রতিষ্ঠানটির এক হাজার কর্মী চাকরি হারাতে পারেন। যথেষ্ট জনপ্রিয়তা না পাওয়ায় স্মার্টফোন ব্যবসার পরিধি ছোট করে অন্যান্য পণ্যের ব্যবসা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

এর আগে জাপানের নিক্কেই বিজনেস ডেইলি এক প্রতিবেদনে জানায়, ইউরোপ ও চীনে সনির কর্মী ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আগামী ৪ ফেব্রুয়ারি আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

পরিচালন ব্যয় বৃদ্ধি ও স্মার্টফোন বিভাগ থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হওয়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সনি। ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে প্রতিনিয়তই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা। মূলত দামি স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যের কারণে প্রত্যাশিত শেয়ার অর্জনে ব্যর্থ হয় সনি। এ কারণে ২০১৬ সালের মার্চে সমাপ্ত হিসাব বছরের আগেই মোবাইল বিভাগের কর্মী বাহিনীকে ঢেলে সাজাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে মোবাইল বিভাগের কর্মী সংখ্যা ছয় হাজার থেকে পাঁচ হাজারে কমিয়ে আনবে সনি।

এআরএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।